শিক্ষালয় Mock Test- 01
![]() |
শিক্ষালয় Mock Test-1 |
আমার প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো, এই Mock Test- টির মধ্যে ২৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন কুইজ আকারে রয়েছে। যার মাধ্যমে তোমরা, তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। সামনেই নতুন সব শূন্যপদ বেরবে টাই তাড়াতাড়ি এখন থেকেই প্রস্তুত হয়ে যাও তোমরা আর দেরি না করে। তার সাঙ্গে আমাদের ফ্রি PDF গুলো নিতে পারো, কোন রকম প্রশ্ন বা উত্তর এ ত্রুটি থাকলে আমাদের ইমেল বা Whatsapp বা Telegram -এ জানাতে পারো।
📌 এই কুইজ টি তোমরা যারা দেবে তারা অবশ্যই পুরো কুইজ টা দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করে নাও যে এই মুহূর্তে কতটা প্রস্তুত তুমি।
☑ কুইজ টি দিতে - Start The Mock Test - এর বোতাম এ ক্লিক করুন।
No comments:
Post a Comment