General Knowledge Questions and Answers with Quiz
General Knowledge Questions and Answers with Quiz - 17 |
আমার প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো, General Knowledge - এই টপিকটি থেকে বাছাই করা ২৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা, কুইজ আকারে ও দেওয়া রইল। যার মাধ্যমে এই টপিকটি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। কোন রকম প্রশ্ন বা উত্তর এ ত্রুটি থাকলে আমাদের ইমেল বা Whatsapp বা Telegram এ জানাতে পারো।
2৫টি প্রশ্ন ও উত্তর, কুইজ এর সাথে
-------------------------------------------------------------------------------------------
1. কোন শহরকে ভারতের পিটসবার্গ বলা হয় ?
A. মুম্বাই
B. কলকাতা
C. জামশেদপুর
D. আহমেদাবাদ
2. ব্যারোমিটার কে আবিষ্কার করেন ?
A. গ্রাহাম বেল
B. আলেকজান্ডার ডাফ
C. টরিসেলি
D. নিউটন
3. কোন রাজ্যে সেলিম আলী জাতীয় উদ্যান অবস্থিত ?
A. মধ্যপ্রদেশ
B. জম্মু-কাশ্মীর
C. গুজরাট
D. হরিয়ানা
4. উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলকে কি বলা হয় ?
A. রুটির ঝুড়ি
B. বায়ুকলের দেশ
C. নির্জন দ্বীপ
D. প্রাচ্যের মুক্তো
5. মানুষের মধ্যে, নিষিক্ত ডিমটি ____ এর আস্তরণের মধ্যে প্রবাহিত
হয় ?
A. জরায়ুর মুখ
B. ডিম্বাশয়
C. যোনি
D. জরায়ু
6. মানব দেহে প্রোটিন বিপাক শুরু হয় কোথায় ?
A. ক্ষুদ্রান্ত
B. মুখ
C. পাকস্থলী
D. কোনটাই নয়
7. আচার্য বিনোবা ভাবে কোন সালে ম্যাগসেসে পুরস্কার জেতেন ?
A. 1953
B. 1958
C. 1957
D. 1956
8. প্রথম EVM ব্যবহার করা হয় ?
A. কেরলে
B. তামিলনাড়ু
C. কর্ণাটক
D. কোনটাই নয়
9. ফিলিপস কোম্পানিটির মুখ্য কার্যালয় কোন দেশে অবস্থিত ?
A. ফিনল্যান্ড
B. নেদারল্যান্ডস
C. দক্ষিণ কোরিয়া
D. সুইডেন
10. কোনো বস্তু বা পদার্থ যার মাধ্যমে শব্দ বাহিত হয় তাকে বলা হয়-
A. পরিবহন
B. মাধ্যম
C. শূন্যস্থান
D. স্ক্যালার
11. 1994 সালে কোন বলিউড অভিনেত্রী মিস ইউনিভার্স হন ?
A. ঐশ্বর্য্য রায়
B. রিতা ফারিয়া
C. দিব্যা ভারতী
D. সুস্মিতা সেন
12. All India and Depressed Classes Association (1925) কে প্রতিষ্ঠা
করেন ?
A. বি আর আম্বেদকর
B. এম সি রাজাহ
C. মহাত্মা গান্ধী
D. সি রাজাগোপালাচারী
13. চন্দননগরে কুটির নির্মিত হয় কত সালে ?
A. ১৬৮০
B. ১৬৮৪
C. ১৬৮৮
D. ১৬৭৭
14. কোন রাজ্য রাজ্যের সমস্ত হুক্কা বার নিষিদ্ধ করেছে ?
A. মহারাষ্ট্র
B. বিহার
C. ঝাড়খণ্ড
D. ওড়িশা
15. সন্দীপ বিদ্রোহ কোথায় হয়েছিল ?
A. নোয়াখালিতে
B. কলকাতায়
C. রংপুরে
D. ঢাকায়
16. কত সালে রেলওয়ে বোর্ড গঠিত হয় ?
A. 1905
B. 1906
C. 1954
D. 1853
17. প্রজনন প্রক্রিয়ায় সময় উদ্ভূত পরিবর্তনগুলি হতে পারে
A. সংশোধিত
B. পরিবর্তিত
C. উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত
D. হ্রাস প্রাপ্ত
18. ____ অক্সাইড অম্ল ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে ?
A. প্রশম
B. ক্ষারীয়
C. উভধর্মী
D. আম্লিক
19. _____ এর ইলেকট্রন আসক্তি সর্বাপেক্ষা কম
A. নাইট্রোজেন
B. বোরন
C. পারদ
D. অক্সিজেন
20. আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ?
A. সুশীল যোশী
B. গণেশ রাওয়াল
C. পদ্মাকর ভট্ট
D. হরিশ্চন্দ্র
21. চান্দেরী দুর্গটি কোথায় অবস্থিত ?
A. চোলপুর
B. গাজিপুর
C. গোয়ালিয়র
D. এটাওয়া
22. তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি কোন সালে মাউন্ট এভারেস্ট আরোহণ করে
ইতিহাস গড়েন ?
A. 1952
B. 1954
C. 1955
D. 1953
23. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করা হয় কত সালে ?
A. ১৮৭২
B. ১৮৭৪
C. ১৮৭৬
D. ১৮৭৮
24. ওঁরাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কে ?
A. আধা ওঁরাও
B. বুদ্ধ ভগত
C. জুয়াভগত
D. ধর্মেশ
25. আইন-ই-আকবরী কার লেখা?
A. আবুল ফজল
B. ইলতুৎমিস
C. কালিদাস
D. কোনটাই নয়
-------------------------------------------------------------------------------------------
📍 প্রশ্ন গুলির সঠিক উত্তর মিলিয়ে নিতে কুইজ টি দাও এবং যাচাই করে নাও তোমাদের উত্তর গুলির সাথে।
☑ কুইজ টি দিতে - Start The Quiz - এর বোতাম এ ক্লিক করুন।
No comments:
Post a Comment