General Knowledge Questions and Answers with Quiz
General Knowledge Questions and Answers with Quiz - 16 |
আমার প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো, General Knowledge - এই টপিকটি থেকে বাছাই করা ২৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা, কুইজ আকারে ও দেওয়া রইল। যার মাধ্যমে এই টপিকটি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। কোন রকম প্রশ্ন বা উত্তর এ ত্রুটি থাকলে আমাদের ইমেল বা Whatsapp বা Telegram এ জানাতে পারো।
2৫টি প্রশ্ন ও উত্তর, কুইজ এর সাথে
-------------------------------------------------------------------------------------------
1. হোয়াইট কোল কাকে বলে ?
A. ন্যাচরাল গ্যাসকে
B. পেট্রোলিয়াম কে
C. ইউরেনামকে
D. জলবিদ্যুৎ কে
2. ১৮৭৭ সালে প্রথম শ্রমিক ধর্মঘট কোথায় হয়েছিল ?
A. নাগপুর
B. মুম্বাই
C. কলকাতা
D. কানপুর
3. বাংলায় প্রথম কোথায় ইংরেজ কুটির স্থাপিত হয় ?
A. চন্দননগর
B. ফলতা
C. চুঁচুড়া
D. হুগলী
4. অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন ?
A. বালগঙ্গাধর তিলক
B. লালা লাজপত রায়
C. লালা হরদয়াল
D. দামোদর বিনায়ক সাভারকার
5. মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল ?
A. ১৯২৫ সালে
B. ১৯২৯ সালে
C. ১৯৩১ সালে
D. ১৯৩৫ সালে
6. বিহারে "Ghar Tak Fibre" স্কিম লঞ্চ করলেন কে ?
A. নরেন্দ্র মোদী
B. নিতিশ কুমার
C. ভেংকাইয়া নাইডু
D. রামনাথ কোবিন্দ
7. স্বপ্নবাসবদত্তা গ্ৰন্থটির লেখক কে ?
A. অশ্বঘোষ
B. কালিদাস
C. বসুমিত্র
D. ভাস
8. ২০২১ সালে প্রথমবার কয়টি শহরে "Cycling Summit" হোস্ট করা
হবে ?
A. ২টি
B. ৩টি
C. ৪টি
D. ৫টি
9. ২০২৪ সালে গ্ৰীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে ?
A. লন্ডনে
B. প্যারিসে
C. নিউইয়র্কে
D. রোমে
10. "সারিপুও প্রকরণ" নাটকটি কার লেখা ?
A. অশ্বঘোষ
B. নাগার্জুন
C. বসুমিত্র
D. বসুবন্ধু
11. একটি উদ্ভিদ কোষ সঙ্কুচিত হয় কোথায় ?
A. জলে
B. কোষরসের বেশি ঘনত্বের দ্রবণে
C. কোষরসের সমান ঘনত্বের দ্রবণে
D. কোষরসের কম ঘনত্বের দ্রবণে
12. আকবরের শাসন ব্যবস্থায় সরকারের খাস জমিকে কি বলা হত ?
A. জাবতি
B. পাল্লাবক্স
C. খালিসা
D. সরুর খুল
13. পান্ডুয়ার আদিনা মসজিদ কার তৈরি ?
A. সিকান্দার শাহ
B. ইলিয়াস শাহ
C. আলাউদ্দিন হুসেন শাহ
D. মামুদ শাওয়ান
14. মোগাদিসু কোন দেশের রাজধানী ?
A. সিরিয়া
B. সোমালিয়া
C. সাইবেরিয়া
D. কিউবা
15. নীচের কোন ভিটামিনটি জলে দ্রাব্য ?
A. ভিটামিন A
B. ভিটামিন K
C. ভিটামিন C
D. ভিটামিন D
16. অমৃতসরের হরমন্দির কে তৈরি করেন ?
A. গুরু তেগ বাহাদুর
B. গুরু অর্জুন
C. গুরু অমরদাস
D. কুমার গুপ্ত
17. ভিটামিন C এর রাসায়নিক নাম কি ?
A. স্যালিক অ্যাসিড
B. ম্যালিক অ্যাসিড
C. এসকরবিক অ্যাসিড
D. কোনটিই নয়
18. 2020 Italian Open এ পুরুষ বিভাগে শিরোপা জিতলেন কে ?
A. Novak Djokovic
B. Diego Schwartzman
C. Dominik Koepfer
D. Salvatore Caruso
19. স্যার কার্জন ওয়াইলি -কে হত্যা করেন কে ?
A. বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
B. তারকনাথ দাস
C. লালা হরদয়াল
D. মদনলাল ধিংড়া
20. লোকসভা কে ভেঙে দিতে পারেন ?
A. ভারতের রাষ্ট্রপতি
B. মন্ত্রীদের কেন্দ্রীয় সভা
C. ভারতের সুপ্রিমকোর্ট
D. এদের কেউই নন
21. ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
A. তারকনাথ দাস
B. চিত্তরঞ্জন দাস
C. সুরেন্দ্রনাথ ব্যানার্জি
D. এম জি রাণাডে
22. নীচের কে নির্বাচিত না হয়েও অফিসে থাকতে পারেন ?
A. রাষ্ট্রপতি
B. উপরাষ্ট্রপতি
C. প্রধানমন্ত্রী
D. এদের কেউই নন
23. লোকসভার সেক্রেটারি হিসাবে নিযুক্ত হলেন কে ?
A. সঞ্জীব কুমার
B. উৎপল কুমার সিং
C. রজত পাণ্ডে
D. গৌরব কুণ্ডু
24. ইস্ট্রোজেন নামক হরমোন টি কোথা থেকে নিঃসৃত হয় ?
A. শুক্রাশয় থেকে
B. ডিম্বাশয় থেকে
C. থাইরয়েড থেকে
D. অগ্ন্যাশয় থেকে
25. Asia Game Changer Award 2020 দ্বারা সম্মানিত হলেন কোন প্রখ্যাত শেফ
?
A. আকাশ যাদব
B. বিকাশ খান্না
C. ভবেশ কুমার
D. অর্জুন সিং
-------------------------------------------------------------------------------------------
📍 প্রশ্ন গুলির সঠিক উত্তর মিলিয়ে নিতে কুইজ টি দাও এবং যাচাই করে নাও তোমাদের উত্তর গুলির সাথে।
☑ কুইজ টি দিতে - Start The Quiz - এর বোতাম এ ক্লিক করুন।
No comments:
Post a Comment