Current Affairs, May 2022
![]() |
Current Affairs, May 2022 |
আজ তোমাদের জন্য রইল ১০০টি Current Affairs- এর প্রস্নউত্তর |
-------------------------------------------------------------------------------------------
1. সত্যজিৎ রায়ের
জন্মবার্ষিকী
কবে
পালিত
হয়?
[A]
29 এপ্রিল
[B] 28 এপ্রিল
[C] 1 মে
[D] 2 মে
2. প্রতিবছর কবে
“Coal Miners Day” পালিত হয়?
[A]
4 মে
[B] 6 মে
[C] 8 মে
[D] 10 মে
3. Central Board of Direct Taxes (CBDT) -এর
নতুন
চেয়ারম্যান
পদে
কে
নিযুক্ত
হয়েছেন?
[A]
রেনু আগারওয়াল
[B] সঙ্গীতা
সিং
[C] অর্পিতা জৈন
[D] ইন্দু মলহোত্রা
4. কোন কেন্দ্রীয়
মন্ত্রক
“PM MITRA” যোজনা শুরু করেছে?
[A]
Ministry of Home Affairs
[B] Ministry of Defence
[C] Ministry of Textiles
[D] Ministry of External Affairs
5. ভারতের নতুন
মুখ্য
নির্বাচন
কমিশনার
পদে
কাকে
নিযুক্ত
করা
হয়েছে?
[A]
রাজীব
কুমার
[B] সঞ্জীব কুমার
[C] সুশীল মেহতা
[D] রাজীব মেহতা
6. কোন কেন্দ্রীয়
মন্ত্রী
“Enterprise India National Coir Conclave 2022” -এর উদ্বোধন করেছেন?
[A]
নিতিন গডকড়ি
[B] অমিত শাহ
[C] রাজনাথ সিং
[D] নারায়ণ
রানে
7. বিজ্ঞানীরা নিম্নলিখিত
কোথায়
35 মিলিয়ন
বছর
পুরোনো
সাপের
জীবাশ্মের
সন্ধান
পেয়েছে?
[A]
সিকিম
[B] লাদাখ
[C] অরুণাচল প্রদেশ
[D] মিজোরাম
8. ভারতের নতুন
মুখ্য
নির্বাচন
কমিশনার
পদে
কে
নিযুক্ত
হয়েছেন?
[A]
অমিত কুমার
[B] রাজীব সিং
[C] সুশীল চন্দ্রা
[D] রাজীব
কুমার
9. সম্প্রতি, কোন
রাজ্য
সরকার
“e-Adhigam” যোজনা করেছে?
[A]
উত্তরপ্রদেশ
[B] হরিয়ানা
[C] গুজরাট
[D] মধ্যপ্রদেশ
10. Pieter Elbers নিম্নিলিখিত কোন
এয়ারলাইন
সংস্থার
CEO পদে
নির্বাচিত
হয়েছেন?
[A]
Air India
[B] SpiceJet
[C] Vistara
[D] IndiGo
-------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment