General Knowledge Questions and Answers with Quiz
![]() |
General Knowledge Questions and Answers with Quiz - 29 |
আমার প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের সকল ধরণের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের জন্যে রইলো, General Knowledge - এই টপিকটি থেকে বাছাই করা ২৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা, কুইজ আকারে ও দেওয়া রইল। যার মাধ্যমে এই টপিকটি সম্পর্কে তোমাদের জ্ঞান কতটা তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। কোন রকম প্রশ্ন বা উত্তর এ ত্রুটি থাকলে আমাদের ইমেল বা Whatsapp বা Telegram এ জানাতে পারো।
2৫টি প্রশ্ন ও উত্তর, কুইজ এর সাথে
-------------------------------------------------------------------------------------------
1. বোদ বা হিউমাস মাটিতে
নিম্নের কোনটি উৎপন্ন হয় ?
A. ধান
B. আম
C. তরমুজ
D. চা
2. কেঁচো ও জোঁকের রেচন অঙ্গটির
নাম কী??
A. বৃক্ক
B. সংকোচী গহ্বর/ প্লাজমা পর্দা
C. দেহতল
D. নেফ্রিডিয়া
3. ভারতের প্রথম ব্রিটিশ
ভাইসরয় ছিলেন-
A. মাউন্ট ব্যাটেন
B. লর্ড ক্যানিং
C. উইলিয়াম বেন্টিংস
D. ওয়ারেন হেস্টিংস
4. লোনাক হিমবাহ নিম্নের
কোন রাজ্যে অবস্থিত ?
A. লাদাখ
B. জম্মু-কাশ্মীর
C. সিকিম
D. উত্তরাখন্ড
5. সম্প্রতি পৃথিবীর তৃতীয়
বৃহত্তম হীরেটি কোথায় খুঁজে পাওয়া গেল ?
A. দক্ষিণ আফ্রিকা
B. ব্রাজিল
C. নাইজেরিয়া
D. বতসোয়ানা
6. জয় জওয়ান জয় কিষান - উক্তিটি
প্রবক্তা কে ?
A. রাজীব গান্ধী
B. লাল বাহাদুর শাস্ত্রী
C. জওহরলাল নেহেরু
D. ইন্দিরা গান্ধী
7. সকল বিষয়ের জননী বলা হয়-
A. ভূগোল কে
B. রসায়ন কে
C. ইতিহাস কে
D. সমাজবিজ্ঞান কে
8. টেস্ট ডেবিউ ম্যাচে দুবার
পরপর হাফ সেঞ্চুরি করা কনিষ্ঠতম মহিলা ক্রিকেটার কে ?
A. শেফালী বর্মা
B. সিরি ব্যারেন
C. স্মৃতি মান্ধানা
D. জেসিকা লুইস
9. Wings of fire আত্মজীবনীটি
হল-
A. শচীন টেন্ডুলকার
B. অর্মত্য সেন
C. এ পি জে আব্দুল কালাম
D. প্রফুল্ল চন্দ্র রায়
10. রক্সওল বিমান বন্দর কোথায়
অবস্থিত ?
A. উত্তর প্রদেশ
B. বিহার
C. ঝাড়খন্ড
D. ওড়িশা
11. দর্শন শাস্ত্রের জনক বলা
হয়-
A. ইবনে সিনা কে
B. সক্রেটিস কে
C. বিবেকানন্দ কে
D. এরিস্টটল কে
12. পৃথিবীর রুটির ঝুড়ি কাকে
বলা হয় ?
A. ইথিওপিয়া
B. ইউক্রেন
C. ক্রোয়েশিয়া
D. বলিভিয়া
13. পালামৌ ব্যাঘ্র সংরক্ষণ
কেন্দ্রটি কোথায় অবস্থিত?
A. ছত্তিশগড়
B. ঝাড়খন্ড
C. উত্তরাখন্ড
D. মধ্যপ্রদেশ
14. পশ্চিমবঙ্গের সর্বাধিক
কয়লা পাওয়া যায়-
A. বাঁকুড়া
B. দুর্গাপুর
C. বর্ধমান
D. রানীগঞ্জ
15. ওড়িশার দামোনজরি কি কারণে
বিখ্যাত ?
A. এলুমিনিয়াম ফ্যাক্টরি
B. লৌহ-ইস্পাত শিল্প
C. গ্রাফাইট প্রস্তুতি
D. অভ্র শিল্প
16. প্রিন্সপিলস অফ পলিটিক্যাল
ইকোনমি - এর লেখক কে ?
A. জন স্টুয়ার্ট মিল
B. মিলটন ফ্রেডম্যান
C. ডেভিড রিকার্ডো
D. জোসেফ স্কুম্পটার
17. দৌলতাবাদের পূর্বনাম কী
ছিল?
A. কর্ণাবতী
B. দেবগিরি
C. তক্ষশীলা
D. তাম্রলিপ্ত
18. নেপোলিয়ন বোনাপাটকে নির্বাসন
করা হয়-
A. সুয়ানা দ্বীপে
B. সেন্ট হেলেনা দ্বীপে
C. জাভা দ্বীপে
D. কাঙ্গরী দ্বীপে
19. মরুঅঞ্চলে উদ্ভদের বলা
হয়-
A. জেরোফাইট
B. ম্যানগ্ৰোভ
C. মেসোফাইট
D. হোমোফাইট
20. টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম
টি হল-
A. প্রেমেন্দ্র মিত্রের
B. দীনবন্ধু মিত্রের
C. মণীশ ঘটকের
D. প্যারীচাঁদ মিত্রের
21. আমেদাবাদের পূর্বনাম কী
ছিল?
A. কর্ণাবতী
B. দেবগিরি
C. তক্ষশীলা
D. তাম্রলিপ্ত
22. ফুটবলের রাজা পেলে যে দেশের
নাগরিক তা হল-
A. উরুগুয়ে
B. ব্রাজিল
C. প্যারাগুয়ে
D. চিলি
23. ভারতে স্বর্ণমুদ্রার প্রচলন
করে কারা ?
A. ইন্দ্র-গ্রীক
B. গুপ্তবংশ
C. মৌর্য বংশ
D. কুষান
24. পৃথিবীর মোট অক্ষরেখার
সংখ্যা কত ?
A. ১৭০টি
B. ১৬২টি
C. ১৮১টি
D. ১৮০টি
25. চিরস্থায়ী বন্দোবস্ত চালু
করেন-
A. লর্ড কর্ণওয়ালিস
B. উইলিয়াম কেরী
C. লর্ড ওয়েলেসলী
D. লর্ড বেন্টিং
-------------------------------------------------------------------------------------------
📍 প্রশ্ন গুলির সঠিক উত্তর মিলিয়ে নিতে কুইজ টি দাও এবং যাচাই করে নাও তোমাদের উত্তর গুলির সাথে।
☑ কুইজ টি দিতে - Start The Quiz - এর বোতাম এ ক্লিক করুন।
No comments:
Post a Comment