Current Affairs, November 2022
![]() |
Current Affairs, November 2022 |
আজ তোমাদের জন্য রইল 25টি Current Affairs- এর প্রস্নউত্তর |
-------------------------------------------------------------------------------------------
1. অক্টোবর 2022 সালের
“ICC Player of the Month Award” কে জিতেছেন?
[A]
কে. এল রাহুল
[B] রোহিত শর্মা
[C] সূর্যকুমার যাদব
[D] বিরাট
কোহলী
2. কোন ভারতীয় সংস্থা
“24th World Communication Awards” -এ
“Cloud Native Award” জিতেছে?
[A]
Bharti Airtel
[B] BSNL
[C] Jio Platforms Limited
[D] Vodafone Group
3. কোন রাজ্য
ট্রাইবাল
ডান্স
ফেস্টিভল
“Rajyotsava” আয়োজিত হয়?
[A]
হরিয়ানা
[B] কেরালা
[C] ছত্তিসগড়
[D] মহারাষ্ট্র
4. কোন ভারতীয়
রাজ্য
“Track Asia cup 2022” -এর আয়োজন করবে?
[A]
উড়িষ্যা
[B] কর্ণাটক
[C] কেরালা
[D] তেলেঙ্গানা
5. “World Hindi Conference” কোথায় অনুষ্ঠিত হবে?
[A]
নিউইউর্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
[B] ঢাকা, বাংলাদেশ
[C] নিউ দিল্লী, ভারত
[D] নান্দী, ফিজি
6. কোন রাজ্যের
মুখ্যমন্ত্রী
“Citizen Engagement and Communication Program” লঞ্চ করেছে?
[A]
ত্রিপুরা
[B] অরুণাচল প্রদেশ
[C] মেঘালয়
[D] আসাম
7. সম্প্রতি,
কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের সচিব পদে কে নিযুক্ত হয়েছেন?
[A]
অজয় লাল মীনা
[B] দীপক লাল মীনা
[C] অমৃত লাল মীনা
[D] কৃষ্ণা লাল মীনা
8. সম্প্রতি,
কোথায় ” G20 Summit” শুরু হয়েছে?
[A]
চীন
[B] ফ্রান্স
[C] চীন
[D] ইন্দোনেশিয়া
9. “National Cancer Awareness” কবে
পালিত
হয়?
[A]
5 নভেম্বর
[B] 7 নভেম্বর
[C] 2 নভেম্বর
[D] 10 নভেম্বর
10. কোন শহর “World Travel Market 2022” -এর আয়োজন করেছে?
[A]
রোম
[B] লন্ডন
[C] নিউ দিল্লী
[D] জেনেভা
-------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment